অবস্থান :রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা থেকে-৫কিলোমিটার পশ্মিমে একটি সুন্দর ও মনোরম পরিবেশে একতলা ভবন নিয়ে এই ইউনিয়ন পরিষদের অবস্থান।এই ইউনিয়ন পরিষদের পূর্বে বালিয়াকান্দি ইউনিয়ন,পশ্চিমে ও দক্ষিণে মাগুড়া জেলা ও গড়াই নদী এবং উত্তরে নারুয়া ইউনিয়ন পরিষদ।এর আয়তন ১০.৭০ বর্গমাইল। প্রতিষ্ঠাকাল :ব্রিটিষ শাসনাকালে লর্ড মেয়ারের আমলে ১৮৫০সালে গ্রাম পঞ্চায়েতনামে বর্তমান জংগল ইউনিয়ন পরিষদটির কার্যক্রম শুরু হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস