এই নদীটির নাম গড়াই নদী। প্রাচীন কাল থেকে এই নদীটি জংগল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে।নদীটির দুপাশ দিয়ে গড়ে উঠেছে অনেক সভ্যাতা । রাজবাড়ী থেকে আসতে হলে প্রথমে,রাজবাড়ী মুড়গীর ফার্ম হতে বাসে অথবা সিএনজি-তে বালিয়াকান্দি আসতে হবে-যার ভাড়া ২৫.০০টাকা। বালিয়াকান্দি হতে অটোতে জংগল বাজার আসতে হবে,যার ভাড়া ২০.০০টাকা এবং জংগল বাজার হতে সমাধিনগর বাজারারে নেমে পায়ে হেটে গড়াই নদীতে যেতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS