Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

                                                                           জংগল সার্বজনীন দূর্গা ও কৃষ্ণ মন্দির :

 

জংগল সার্বজনীন দূর্গা ও কৃষ্ণ মন্দিরটি জংগল বাজারে অবস্থিত। এমন্দিরটি ১৮০২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পাশাপাশি দুটি মন্দির। একটা দূর্গা মন্দির অপরটি কৃষ্ণ মন্দির। প্রতি বছর দূর্গা পূজা হয়।মন্দিরটি খুব সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত।

 

সমাধিনগর পার্থসারথী মন্দির

 

নরেশ চন্দ্র চ্যার্টাজী, পিতা : জগদীশ  চ্যার্টাজী, পরমাহংস পরিব্রাজক সাংখ্য যোগাচ্যায স্বামী সমাধিপ্রকাশ অরণ্য মহারাজ । ১৯৩৮ সালে ব্রিটিশ আমলে ভারতের শেঠ যুগোল কিশোর বিড়লার অনুদানে ৫৫ফুট উচু পার্থসারথী মন্দির তৈরি করেন ।

 

গড়াই নদী

 

গড়াই নদীটি জংগল ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে। এই নদীর দুইপাশে সভ্যতা গড়ে উঠেছে। নদীটির দুই পাশ দেখতে অনেক সুন্দর এবং পরিবেশটাও খুব সুন্দর।